আলো ঝলমলে সন্ধ্যায় ভিরে ঠাসা মল আর ক্লাবগুলোতে উইকেন্ডের অবসরে লন্ডনবাসীরা আনন্দের স্রোতে গা ভাসিয়েছিল৷ তারা বন্ধুবান্ধব আর ঘনিষ্ঠজনের সান্নিধ্যে আনন্দে স্ফূর্তিতে মেতেছিল৷ লন্ডনের ব্রিজ বড়ো মার্কেট ছিল জনারণ্যেভরা ৷ সবাইকে চমকে দিয়ে দুধসাদা একটি ভ্যান ঝড়ের গতিতে ছুটে এসে ভাববার কোনো অবকাশ না রেখে সেতুর ফুটপাতে উঠে পথচারীদের ধাক্কা মেরে ফেলে দিয়ে চাকায় পিসে দিয়ে রেলিং এ ধাক্কা মারে৷ এলো পাথাড়ি চাকু চালিয়ে ছয়জনকে হত্যা করে৷ ৪৮ জন গুরুতর ভাবে জখম হয়৷ পুলিশ তৎপরতার সাথে গুলি চালালে হামলাকারী চারজন জঙ্গীর মৃত্যু হয়৷ এছাড়া গাড়ি থেকে নেমে তিন জঙ্গী বরো মার্কেটে ঢুকে এলো পাথারি গুলি চালায়৷ একজন পুলিশও গুরুতর আহত হয়েছেন৷ আর্তনাদে গোটা অঞ্চলের মানুষ প্রাণ বাঁচাতে দৌড়তে থাকে৷ একমাস আগের ভয়াবহ জঙ্গী আক্রমণের কথা ভুলবার আগেই আবার এক জঙ্গী হানায় ভয়াবহ ভাবে রক্তাক্ত হল মধ্য লন্ডনের পথ৷ ব্রিটেনের পুলিশের জঙ্গী মোকাবিলা যথেষ্ট প্রশংসনীয়৷ এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোন জঙ্গী গোষ্ঠী এর দায় স্বীকার করে নি৷ লন্ডন অ্যাম্বুলেন্সও দ্রুততার সঙ্গে জখমদের চিকিৎসার ব্যবস্থা করে৷ সারা পৃথিবীর মানুষ এই ঘটনার তীব্র নিন্দা করেন৷ এই নিয়ে তিন তিনবার লন্ডনে জঙ্গী আক্রমণ হল৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়