একটি মোমবাতির কথা

লেখক
সাগরিকা বিশ্বাস

জ্বলন্ত একটি মোমবাতি,

প্রদান করে আলোক রাশি রাশি৷

বিসর্জন দিয়ে নিজের জীবনটা,

ভরিয়ে দেয় আলোর রঙিন ছটা,

প্রতি মুহূর্তে তিলে তিলে সে শেষ হয়,

অন্যকে তবু সে আলো দেয়৷

সহ্য করে অশেষ জ্বালা যন্ত্রণা,

তবুও এক ফোঁটা অশ্রু ঝরে না৷

দেখে না উঁচু নীচু ধনী গরীব

জ্বলে সে সবার উৎসবের দিনে,

নিজের প্রাণ দিয়ে ভাগিদার হয় সেই শুভক্ষণের

কাউকে বলতে পারে না তার নিজের দুঃখকষ্ট,

শত বেদনা লুকিয়ে হাসে সর্বত্র৷

ভরিয়ে দেয় আলোর জ্যোৎস্নায়

নিজেকে জ্বালিয়ে দিয়ে,

তবু সে হাসে শান্তির পতাকা উড়িয়ে৷৷