এন. আর. সি.-র নামে বাঙালী বিতাড়নের প্রতিবাদে আন্দোলনে নামছে ‘আমরা বাঙালী’ অসম রাজ্য কমিটি

সংবাদদাতা
নিজস্ব প্রতিনিধি
সময়

শিলচর, ৯ অক্টোবর ঃ এন আর সি-র নামে বাঙালী বিতাড়নের প্রতিবাদ্ত্রে জোরদার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আমরা বাঙালী৷ সংঘটনের অসম রাজ্য কমিটির সচিব শ্রী সাধন পুরকায়স্থ একথা জানান৷ ৯ই অক্টোবর শিলচরে রাজ্য কমিটির একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়৷ আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির মহিলা শাখার সচিব শ্রীমতী অনিতা চন্দ সভায় উপস্থিত ছিলেন৷ এছাড়া অসম রাজ্য কমিটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন৷ শ্রী পুরকায়স্থ অভিযোগ করেন এন আর সি-র নামে নিত্য নতুন ফতোয়া জারী করে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে৷ এন আর সি কর্তৃপক্ষের খামখেয়ালী সিদ্ধান্তের শিকার হচ্ছে সাধারণ মধ্যবিত্ত মানুষ৷ অনেক প্রকৃত ভারতীয়ের পক্ষে নথিপত্র যোগাড় করা সম্ভব হচ্ছে না৷ তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা অটল বিহারী সরকারের আমলের তৈরী এক আইনকে হাতিয়ার করে সারা দেশে চার কোটিরও বেশী বাঙালীকে বিদেশী বানাবার প্রস্তুতি নিচ্ছে৷