অসম সরকার আবার বাঙালীদের হেনস্থা করার নামে বড় রকমের ভুলপথে পা বাড়াচ্ছেন বলে মন্তব্য ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় সচিবে বকুল চন্দ্র রায়ের ৷ ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় কমিটিতে এক জরুরী বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে অসম থেকে বাঙালী বিতাড়নের বিষয়টি খুবই উদ্বেগজনক ৷ একে কিছুতেই মেনে নেওয়া হবে না৷ তাই অতি শীঘ্রই আগরতলায়, শিলচরে, গুয়াহাটিতে, শিলিগুড়িতে ও কোলকাতায় পৃথকভাবে সাংবাদিক সম্মেলন দলের বিক্ষোভের কথা জানানো হবে৷ তারপরও যদি বাঙালীদের হেনস্থা ও উৎখাত করার পরিকল্পনা সংশ্লিষ্ট রাজ্য সরকার পরিত্যাগ না করেন, তাহলে বাধ্য হয়েই আমরা বাঙালী দল বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে৷
কেন্দ্রীয় সচিব প্রসঙ্গক্রমে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উপস্থাপন করেন৷ তিনি বলেন যে, বাঙালী কোনদিন কোন অন্যায় সহ্য করেনি৷ মারের উপর মাথা তুলে অন্যায়ের প্রতিবাদ করাই বাঙালী জনগোষ্ঠীর প্রকৃত স্বভাব৷ তিনি আরও বলেন, যে বাঙালীরা ভারতের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশী ত্যাগ স্বীকার করেছেন৷ তাদেরে আজ ‘বিদেশী’ বলে চিহ্ণিত করা বিজেপি শাসিত অসম সরকারের গভীর ষড়যন্ত্র৷