এন,আর, সি, নাম দিয়ে অসমরাজ্য থেকে বাঙালীর উৎখাতের ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও  জেহাদ ঘোষণা ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় সচিবের

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অসম সরকার আবার বাঙালীদের হেনস্থা করার নামে বড় রকমের ভুলপথে পা  বাড়াচ্ছেন বলে মন্তব্য ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় সচিবে বকুল চন্দ্র রায়ের ৷ ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় কমিটিতে এক জরুরী বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে অসম থেকে বাঙালী বিতাড়নের বিষয়টি খুবই  উদ্বেগজনক ৷ একে কিছুতেই মেনে নেওয়া হবে না৷ তাই অতি শীঘ্রই আগরতলায়, শিলচরে, গুয়াহাটিতে, শিলিগুড়িতে ও কোলকাতায় পৃথকভাবে সাংবাদিক সম্মেলন দলের বিক্ষোভের কথা জানানো হবে৷  তারপরও যদি বাঙালীদের হেনস্থা ও উৎখাত করার পরিকল্পনা সংশ্লিষ্ট রাজ্য সরকার পরিত্যাগ না করেন, তাহলে বাধ্য হয়েই আমরা বাঙালী দল বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে৷

কেন্দ্রীয় সচিব প্রসঙ্গক্রমে  ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উপস্থাপন করেন৷ তিনি বলেন যে, বাঙালী কোনদিন কোন অন্যায় সহ্য করেনি৷ মারের উপর মাথা তুলে অন্যায়ের প্রতিবাদ করাই বাঙালী জনগোষ্ঠীর প্রকৃত স্বভাব৷ তিনি আরও বলেন, যে বাঙালীরা ভারতের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশী ত্যাগ স্বীকার করেছেন৷ তাদেরে আজ ‘বিদেশী’ বলে চিহ্ণিত করা বিজেপি শাসিত অসম সরকারের গভীর ষড়যন্ত্র৷