এশিয়া কাপ খেলতে ভারতীয় দল এবার দুবাইতে

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

আগামী  ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে  এশিয়া কাপ ট্যুর্ণামেন্ট৷ আগামী ১৮ই সেপ্টেম্বর হংকঙের বিরুদ্ধে প্রথম মাঠে নামতে চলেছে ভারত৷ ঠিক এর পরের দিন অর্থাৎ ১৯শে সেপ্টেম্বর  ভারতকে মুখোমুখি হতে হবে পাকিস্তানের৷  এর পর ফাইনাল হবে ২৮ শে সেপ্টেম্বর৷

 তাই দু’ভাগে  এশিয়া কাপ খেলতে  পৌঁচোচ্ছে ভারতীয় ক্রিকেটাররা৷ এই টুর্র্ণমেন্ট প্রথমে ভারতেই হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীকালে স্থির করা হয় এটি দুবাইতেই আয়োজিত হবে৷ গত ১৩ই সেপ্টেম্বর  ভারতের ১০ জন ক্রিকেটার পৌঁছে যান  দুবাইতে৷ তাঁদের নাম হলো---রোহিত শর্র্ম (অধিনায়ক) এম.এস.ধোনি, অম্বাতি রায়াডু, মনীষ পান্ডে,কেদার যাদব, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল,অক্ষর পটেল, ভুবনেশ্বর কুমার ও খলিল  আহমেদ৷ এঁরা গত বৃহস্পতিবার দুবাইতে পৌছে গেছেন ও এর পর বাকিরা যোগ দেবেন৷ সেই তালিকায় রয়েছে যেমন--- শিখর ধবন, হার্দিক পান্ডে, লোকেশ রাহুল, দীনেশ কার্ত্তিক, যশপ্রীত বুমরা ও শার্দূল ঠাকুর৷  আগামী ১৬ই সেপ্টেম্বর এরা পৌঁছে যাবেন দুবাইতে এশিয়া কাপ খেলতে৷