এশিয়ান হকিতে হংকংকে ২৬ গোলে হারাল ভারত

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

Hokey teamএশিয়ান গেমসে ভারতীয় হকি দলের দাপট চলছেহ৷ কখনও মেয়েরা তো কখনও ছেলেরা৷ গোলের মালা পড়াচ্ছে প্রতিপক্ষকে৷ গত ২০শে আগষ্ট ২১টি গোল করে ভারত৷ আর একটি বার বিপক্ষের জালে বল ফেলতে পারলেি এশিয়ান গেমসের ইতিহাসে একটি ম্যাচে সর্বোচ্চ গোল করার রেকর্ড ম্লাল করে দিতে পারত টীম ইণ্ডিয়া৷ তার আগের দিনই ছেলেরা ১৭ গোল দিয়েছিল প্রতিপক্ষকে৷ আর বুধবার সব কিছুকেই ছাপিয়ে গেলেন শ্রীজেশরা৷ করে ফেললেন রেকর্ড৷

প্রথমার্ধে ১৪-০ গোলে এগিয়ে গিয়েছিল ভারত৷ প্রতিপক্ষ হংকং৷ ম্যাচ শুরু ২ মিনিটের মধ্যে গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন আকাশদীপ সিংহ৷ পরের মিনিটেই আবার গোল মনপ্রীত সিংহের৷ এরপর শুধুই বিপক্ষের জালে বল ফেলার কাজটা করল ভারতের হকি দল৷ প্রতিপক্ষ দুর্বল হলেও একটি ম্যাচে এত গোল করা সহজ ব্যাপার নয়৷ 

গোল করার তালিকায় নাম লিখিয়ে ফেলেন এসভি সুনীল, ললিত উপাধ্যায়, মনদ্বীপ সিংহরা৷ করে ফেলেন গেমস রেকর্ড৷ এটাই সর্র্বেচ্চ গোল এশিয়ান গেমস হকিতে৷ প্রতিপক্ষ কয়েকবার আক্রমণ শানালেও খুব সহজেি ভারতের ডিফেন্স তাকে সামাল দিয়েছে৷ আত্মতুষ্টিতে না ভুগে পরবর্তী ম্যাচগগুলিতে ভাল খেলার ইঙ্গিত রয়েছে ভারতীয় হকি দলের৷