গাইঘাটায় অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৫ই এপ্রিল বাঙলা নববর্ষ উপলক্ষ্যে গাইঘাটা ব্লকের নোরাদা গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী সুভাষ বৈরাগীর গৃহপ্রাঙ্গণে সকাল ৬টা থেকে ১২ টা পর্যন্ত অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই কীর্ত্তনানুষ্ঠানে গাইঘাটার ব্লক ও বনগাঁ ব্লকের বিশিষ্ট আনন্দমার্গী ভাই ও বোনেরা যোগদান করেন৷ কীর্ত্তন, মিলিত সাধনা ও গুরুপূজার পর ‘কীর্ত্তন মাহাত্ম্য’-এর ওপর জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ কর্মব্রতা আচার্যা, শ্রীসন্তোষ কুমার বিশ্বাস প্রমুখ৷ সকালে নগর কীর্ত্তনেরও আয়োজন করা হয়েছিল৷ এছাড়া একটি চিকিৎসা শিবিরেরও আয়োজন করা হয়৷ এতে প্রায় ৭০ জন দুঃস্থ রোগীকে বিনাব্যয়ে চিকিৎসা করেন ডাঃ নির্মল সরকার ও দীনেশ বিশ্বাস৷ রোগীদের প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে প্রদান করা হয়৷ সবশেষে উপস্থিত ভক্তদের নারায়ণসেবায় আপ্যায়িত করা হয়৷