শিলিগুড়ি : গত ২০শে জুলাই সন্ধ্যা ৬.৩০ মিনিটে শিলিগুড়ির ভেনাস মোড় থেকে গোর্খাল্যান্ড আন্দোলনের প্রতিবাদে আমরা বাঙালীর পক্ষ থেকে এক মশাল মিছিলের আয়োজন করা হয়৷ কয়েকশত আমরা বাঙালীর সমর্থক হাতে জ্বলন্ত মশাল নিয়ে দার্জিলিংয়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতিবাদে ও বিমলগুরুংদের গ্রেফতারের দাবীতে শ্লোগান দিতে দিতে হাওড়া পেট্রোলপাম্প হয়ে সেবক রোড, পাণিট্যাঙ্কি হয়ে, বিধান রোড হয়ে সম্পূর্ণ শহর পরিক্রমা করে পুনরায় ভেনাস মোড়ে ফিরে আসে৷ রাস্তার দুপাশে শত শত মানুষ জমায়েত হয়ে আমরা বাঙালীর আন্দোলনকে স্বতঃস্ফূর্ত ভাবে সমর্থন জানায়৷ মশাল মিছিলটি ভেনাস রোডে ফিরে এলে এখানে আমরা বাঙালীর পক্ষ থেকে বক্তব্য রাখেন আমরা বাঙালী নেতা খুশী মন্ডল, বিকাশ বিশ্বাস, বিভূতি দত্ত, শম্ভু সূত্রধর প্রমুখ৷ বক্তারা অবিলম্বে বিমল গুরুং ও তাঁর সহযোগীদের গ্রেফতারের দাবী জানান ও তাঁর সঙ্গে সঙ্গে বলেন --- আমরা জীবন দিয়েও বাঙলা ভাগের চক্রান্ত রুখবো৷
২১ শে জুলাই শিলিগুড়িতে আমরা বাঙালীর পক্ষ থেকে চীনা দ্রব্য বয়কটের আন্দোলন করা হয় ও শিলিগুলির ভেনাস মোড়ে চীনা দ্রব্য স্তূপীকৃত করে তাতে অগ্ণিসংযোগ করা হয়৷ এরপর আমরা বাঙালী নেতা বিকাশ বিশ্বাস, বাসুদেব সাহা, খুশী মন্ডল, শম্ভূ সূত্রধর প্রমুখ বক্তব্য রাখেন৷ তারা তাঁদের বক্তব্যে বলেন--- সাম্রাজ্যবাদী চীন গোর্র্খল্যান্ড আন্দোলনকারী বিমল গুরুং ও তার সহযোগীদের অস্ত্র ও অন্যান্য দ্রব্য দিয়ে সাহায্য করে যাচ্ছে৷ বিমল গুরুংদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পেছনে যে চীনের উস্কানী রয়েছে তা গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অবগত আছেন বলে তিনি বিভিন্ন জায়গায় তাঁর বক্তব্যে প্রকাশ করেছেন৷ কেন্দ্রীয় সরকারের কাছেও অনুরূপ গোয়েন্দা রিপোর্ট আছে বলে নির্ভরযোগ্যে সূত্রে জানা গেছে৷ আমরা বাঙালী নেতারা দাবী করেন, সাম্রাজ্যবাদী আগ্রাসী চীনের সঙ্গে ভারতের সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হোক৷