গোর্খাল্যান্ডের প্রতিবাদে মুর্শিদাবাদে আমরা বাঙলীর  মিছিল ও পথসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২রা আগষ্ট মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকে আমরা বাঙালীর পক্ষ থেকে গোর্খাল্যান্ডের নামে বাঙলা ভাঙ্গার চক্রান্তের প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়৷ এই পথসভায় বক্তব্য রাখেন বিভূতি দত্ত, জেলা সচিব স্বপন মন্ডল, নিতাই মন্ডল, সাবের আলি প্রমুখ, তাঁরা বলেন---

দার্জিলিং গোর্খাদের  আদি বাসভূমি নয়৷ ওখানকার আদি বাসিন্দা বাঙালী, লেপচা, ভুটিয়া প্রভৃতি৷ কিন্তু নেপাল থেকে আগত গোর্খারা গায়ের জোরে  ও দার্জিলিংকে বাঙলা থেকে ছিনিয়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য তৈরীর জন্যে হিংসাশ্রয়ী আন্দোলন করছে ও সরকারী সম্পত্তি নষ্ট করছে৷ এর পেছনে নেপালের মাওবাদীরা আছে৷ আগ্রাসী চীন এদের নানান্ভাবে মদত দিচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রচ্ছন্ন মদতেই দার্জিলিংয়ের বিমল গুরুংরা এই সাহস পেয়েছে৷ বক্তারা বলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয়কেই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, মদন তামাং হত্যায় অভিযুক্ত ও দেশদ্রোহী বিমল গুরুং ও তার সহযোগীদের গ্রেফ্তারেরও দাবী করা হয়৷