লেখক
শিবরাম চক্রবর্ত্তী
গ্রীষ্মের দিনে সর্দি গর্মি
আর পেটের রোগে
অসাবধানে এই বাঙলার
বাঙালীরা ভোগে ৷
বারে বারে লোড সেড আর
অধিক কাজের ফলে,
গরম সবারে জাপটে ধরে
ভাসায় চোখের জলে৷
জলঘাটতির দুর্বলতায়
প্রাণ আই-ঠাই করে,
নেবু-নুন-জল একটু খেলে
আনন্দে মন ভরে৷
ঢিলে ঢোলা সুতির পোষাক
আর রোদে চাই ছাতা,
খাওয়ার পাতে আম ডাল সাথে
(টক) দই চাই বাড়ীর পাতা৷
গরম পড়ার সাথে সাথে
হালকা খাওয়া চাই,
ঠাণ্ডা জলে ভাল করে---
দুবার যেন নাই৷
তেতে এসে ঠাণ্ডা খেলে
সর্দির থাকে ভয়,
জল খাওয়ার প্রবল ইচ্ছায়
ধীরে খেতে হয়৷
- Log in to post comments