গরম কাল ঠোকে তাল

লেখক
শিবরাম চক্রবর্ত্তী

গরম কালে লোভের কবলে

     একবার যে পড়ে

দেহ নড়বড় পেট গড়বড়

     ঘর-বার সে করে৷

গরম কালে সমান তালে

     গরম যায় তাল ঠুকে,

নাইলে দু’বার গরম এবার

     শেল হানে না বুকে৷

গরম কালে শক্তি বলে

     ভরা থাকে শাকসব্জি৷

সুস্থাস্থ্যেরে রাখতে ধ’রে

     খাও তারে ডুবিয়ে কব্জি৷

গরম কালে ছাতা খুলে

     যে জন সদা চলে,

রোদ ও গরম হয়ে নরম

     তারে কিছু না বলে৷

আনন্দনগরের তন্ত্রপীঠ

আচার্য ত্রিগুণাতীতা অবধূত

আনন্দনগরের গোয়াই নদী

     ঝিরঝির পানি বয়

বন্যার জলে হড়কা নামলে

     ঘর দুয়ার ভেসে যায়৷

গোয়াইয়ের ধারে পলাশ বনে

     কোকিল ডাকে কুহু কুহু৷

ফাগুন মাসে পলাশফুলে

     ভোমরা উড়ে যায় শুধু৷

পলাশ ফুলে নাইরে গন্ধ

     লাল আকাশে ভরা

তন্ত্রপীঠে ধ্যান করিলে

     আশা পুরে যায় সারা৷