গুজরাট বিধানসভা নির্র্বচন ঃ বিজেপি ক্রমশ: জমি হারাচ্ছে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গুজরাট বিধানসভা নির্র্বচন  শুরু হচ্ছে আগামী ৯ই ডিসেম্বর৷ নির্বাচনের  তারিখ যতই এগিয়ে আসছে, বিজেপি ততই  জমি হারাচ্ছে৷ সবার মনে প্রশ্ণ,  এবার কী হবে? জনমত সমীক্ষায় সব সময় প্রকৃত চিত্র পাওয়া যায় না ঠিকই, কিন্তু বোটারদের মানসিকতার আন্দাজ এতে পাওয়া যায়৷ মাস তিনেক আগে যেখানে জনমত সমীক্ষায় দেখা গিয়েছিল বিজেপি দারুণভাবে এগিয়ে৷ কিন্তু বর্তমান সমীক্ষাগুলিতে দেখা যাচ্ছে বিজেপি ও  কংগ্রেস প্রায় সমানে সমানে যাচ্ছে, কোনো কোনো সমীক্ষা কংগ্রেসকে এগিয়ে রাখছে৷ প্রায় সব সমীক্ষাতেই দেখা যাচ্ছে, বিজেপি দ্রুত তার জমি হারাচ্ছে৷ এবার  গুজরাট নির্বাচনে বিজেপি যদি হারে,  তাহলে আশা করা যায়, তার বিরাট প্রভাব পড়বে আগামী লোকসভা নির্বাচনে৷ তাই সবাই গুজরাট বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে আছে৷

বিজেপি ক্ষমতায় আসার আগে বা ক্ষমতায় এসে যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, এখন  তার প্রায়  কোনটাই  পালিত হয়নি৷ দেশের বাইরে লুকানো কালো টাকাও দেশে ফিরে আসেনি৷ প্রত্যেক ভারতীয় নাগরিকের ব্যাঙ্ক এ্যাকাউন্টে ১৫ হাজার টাকা যে এসে যাবে বলে বলা হয়েছিল তাও আসেনি৷ বেকার সমস্যা সমাধানের ব্যাপারেও কোনো অগ্রগতি নেই, গরীব মানুষরাও কোনো স্বস্তি পায় নি, বরং গরীবদের কষ্ট আরও বেড়েছে৷ কেবল ধনীদের সুবিধা করে দিয়েছে বিজেপি সরকার৷ কেবল ধর্মমতের সুড়সুড়ি দিয়ে বিজেপি নির্বাচনী বৈতরনী পার করতে পারবে বলে এবার মনে হচ্ছে না৷