গুয়াতেমালা আগ্ণেয়গিরি বিস্ফোরণ ঃ মৃত ২৫

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

উত্তর আমেরিকা  থেকে Volcanoপ্রাপ্ত সংবাদে জানা যাচ্ছে গুয়াতেমালাতে ফুয়েগা আগ্ণেয়গিরি জেগে উঠেছে৷ আগ্ণেয়গিরি থেকে ছাই ও পাথর বেরিয়ে চারিদিকে  ছড়িয়ে পড়ছে৷ এরফলে ইতোমধ্যে নিহত হয়েছে ২৫ জন৷ ২০০০ মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ চলতি বছরে দ্বিতীয়বার ভয়াবহ রূপ নিল এই আগ্ণেয়গিরি৷ এই আগ্ণেয়গিরির দক্ষিণে যে সমস্ত  কর্ষকরা বাস করতেন লাভা স্রোতে তাঁরা চাপা পড়ে  গেছেন৷ এ্যান্টিগা সহ  আগ্ণেয়গিরি সংলগ্ণ  শহরতলি থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে৷

আগ্ণেয়গিরি থেকে বহির্গত ছাই ১২, ৩৪৬ ফুট পর্যন্ত উঠে চারিদিকে ছড়িয়ে পড়ছে৷ এই কারণে গুয়াতেমালা সিটির আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে৷ গুয়াতেমালায় আরও  ২টি সক্রিয় আগ্ণেয়গিরি রয়েছে স্যান্টিয়াগুইটো ও পাকায়া৷