হাওড়া জেলা সমাচার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়া ঃ গত ৯ই সেপ্টেম্বর হাওড়া জেলার রাণীহাটি আনন্দমার্গ চিল্ড্রেন্স হোমে  এস.ডি.এমের ভুত্তিপ্রধান শ্রী জয়ন্ত শীলের উদ্যোগে তাণ্ডব ও কৌশিকী নৃত্যের প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রতিযোগী এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠানের প্রথমে পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়৷ এরপর প্রভাত সঙ্গীত ও কীর্ত্তনানুষ্ঠান হয়৷ তারপরেই মূল প্রতিযোগিতা পর্ব শুরু হয়৷ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অমিয় পাত্র ও ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷

গত ১৬ই সেপ্টেম্বর হাওড়ার রামরাজাতলায় বিশিষ্ট আনন্দমার্গী শ্রী তপন ভৌমিকের উদ্যোগে  প্রভাত সঙ্গীতের ৩৬তম বর্ষপূর্ত্তি উপলক্ষ্যে রেণেশাঁ আর্টিস্টস্ এ্যাণ্ড রাইটার্স এ্যাশোসিয়েশনের পক্ষ থেকে প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য, অঙ্কন ও প্রভাত সঙ্গীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রায় দুই শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন৷ উক্ত প্রতিযোগিতা থেকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া সাতজন নবরত্ন উপাধি লাভ করেন৷ এঁদের মধ্যে নৃত্যে রাওয়া রত্ন (প্রথম স্থান) হয়েছেন প্রিয়া মণ্ডল৷