হাওড়া জেলার মার্গীয় সংবাদ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 গত ২৫শে নবেম্বর ২০১৭, আমতার গুজারপুরে নরহরি মণ্ডল ও বেচু বরের উদ্যোগে ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন  অনুষ্ঠিত হয় ও লিলুয়া ব্লকের বিরাডিহি আশ্রমে ২৬শে নবেম্বর ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তনানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ উভয় কীর্ত্তন সুন্দরভাবে অনুষ্ঠিত হয়৷ অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা ও আচার্য নিত্যপ্রজ্ঞানন্দ অবধূত সর্বতোভাবে সহযোগিতা করেন৷ কীর্ত্তনের মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা, মহাব্রত দেব ও লক্ষ্মীকান্ত হাজরা৷ নারায়ণ সেবার পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷

  • গত ২৫শে নবেম্বর ২০১৭ ভুক্তিপ্রধান সুব্রত সাহার উদ্যোগে গুজারপুরে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়৷ এই ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন ডাঃ চাঁদমোহন পাল ও ডাঃ সমীর সামন্ত৷
  • গত ১০ই ডিসেম্বর ২০১৭ মোরিখুটির বাজারস্থিত আনন্দমার্গ আশ্রম থেকে শোভাযাত্রা সহযোগে প্রাউট পরিক্রমা শুরু হয়ে রায়পাড়ায় শেষ হলে এখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়৷ পথসভায় বক্তব্য রাখেন উৎপল কুণ্ডু চউধুরী, গোপা শীল ও অর্ণবকুণ্ডু চউধুরী৷ উপস্থিত ছিলেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা, বিজলী মণ্ডল, আচার্য নিত্যপ্রজ্ঞানন্দ অবধূত সহ অনেকেই৷
  • গত ৯ই ডিসেম্বর ২০১৭ রবীন্দ্রনগরে অজিত পাত্রের বাসভবনে ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷ কীর্ত্তনের শেষে মিলিত সাধনা, গুরুপূজা ও স্বাধ্যায়ের পর কীর্ত্তন মহিমা সম্পর্কে বক্তব্য রাখেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা, বকুল রায় ও অমিয় পাত্র৷ উপস্থিত মার্গীগণ, ডি এস এল অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা, আচার্য নিত্যপ্রজ্ঞানন্দ অবধূত ও মহাব্রত দেবের সহযোগিতায় কীর্ত্তনানুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে৷ সবশেষে নারায়ণ সেবায় উপস্থিত সকলকে আপ্যায়িত করা হয়৷
  • গত ৫ই ডিসেম্বর ২০১৭ হাওড়ার রামরাজাতলায় তপন ভৌমিক ও সুপ্রিয়া ভৌমিকের নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ অনুষ্ঠাানে অবধূতিকা আনন্দ কীর্ত্তিলেখা আচার্যা, সুপ্রিয়া ভৌমিকের সুললিত কণ্ঠে, প্রভাত সঙ্গীত ও ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তনের সুরে অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক হয়ে ওঠে৷ গৃহপ্রবেশের তাৎপর্য ব্যাখ্যা করেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ করুণা আচার্যা, আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ উপস্থিত ছিলেন আচার্য অক্ষয়ানন্দ অবধূত, কেন্দ্রীয় কমিটির সদস্য আচার্য বীতমোহানন্দ অবধূত, আচার্য বিকাশানন্দ অবধূত, আচার্য সুতীর্থানন্দ অবধূত, আচার্য হরাত্মানন্দ অবধূত, আচার্য নির্মলশিবানন্দ অবধূত, আচার্য সত্যশিবানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা প্রমুখ৷ এছাড়া  আনন্দমার্গের আরও বহু দাদা-দিদি উপস্থিত ছিলেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য তন্ময়ানন্দ অবধূত৷ শেষে গৃহপ্রবেশের ওপর প্রভাত সঙ্গীত পরিবেশন করেন অবধূতিকা আনন্দ কীর্ত্তিলেখা আচার্যা৷ পরিশেষে সুস্বাদু নিরামিষ আহারে উপস্থিত সকলকে আপ্যায়িত করা হয়৷