সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২২শে এপ্রিল হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের চাঁদচকে স্থানীয় আনন্দমার্গের স্কুলে একটি সেমিনার অনুষ্ঠিত হয়৷ শ্রী নরহরি মণ্ডল কর্তৃক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সেমিনারের সূত্রপাত হয়৷ সেমিনারে আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা করেন আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ আনন্দমার্গ কী ও কেন এ বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন৷ ব্লকের বিভিন্ন এলাকা থেকে তিন শতাধিক আনন্দমার্গী ও অন্যান্য উৎসাহী মানুষ এই সেমিনারে উপস্থিত ছিলেন৷ সেমিনার পরিচালনা করেন মহানন্দ সামন্ত, দীপ্তি বিশ্বাস, লক্ষ্মীকান্ত হাজরা প্রমুখ৷