হরিয়ানার কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ওপর আলোচনাসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩১শে জুলাই হরিয়ানার কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে যোগবিজ্ঞান ও নব্যমানবতাবাদের ওপর শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর অবদানের ওপর এক মনোজ্ঞ আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ এই আলোচনা সভায় মুখ্য বক্তা ছিলেন আচার্য দিব্য চেতনানন্দ অবধূত, অধ্যাপক এল কে গৌড় (সংস্কৃত বিভাগের প্রধান), অধ্যাপক আর.কে দেশওয়াল (দর্শন বিভাগের প্রধান), অধ্যাপিকা কৃষ্ণা দেবী (সংস্কৃত বিভাগ), প্রমুখ৷ বহু অধ্যাপক,  ও ছাত্র-ছাত্রা এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন৷

আলোচনাসভায় বিভিন্ন বক্তা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর দর্শন, যোগবিজ্ঞানে তাঁর অবদান ও তাঁর নব্যমানবতাবাদ তত্ত্বের ভূয়সী প্রশংসা করেন৷

অধ্যাপকদের পক্ষ থেকে আচার্য দিব্য চেতনানন্দজীর কাছে আবেদন করা হয়, শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর রচিত সমস্ত পুস্তকের একটি সেট যেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে দেওয়া হয়৷ এ থেকে সবাই উপকৃত হবেন৷