গত ১৪ই এপ্রিল হুগলী জেলার বিশিষ্ট মার্গী শ্রী মানস করণ ও প্রিয়া করণের নোতুন বাসভবনে আনন্দমার্গীয় বিধিতে গৃহপ্রবেশ অনুষ্ঠান হয়৷ উক্ত অনুষ্ঠানে তিন ঘন্টা ব্যাপী মহানাম সংকীর্ত্তন ‘বাবানাম কেবলম্’ অনুষ্ঠিত হয়৷ এরপর মিলিত সাধনা ও গুরুপূজার উক্ত অনুষ্ঠানে কীর্ত্তন মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ এরপর শ্রী মানস করণ ও প্রিয়া করণের পুত্র-সন্তানের আনন্দমার্গীয় বিধিতে নামকরণ অনুষ্ঠান হয়৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ তিনি তাঁদের পুত্র সন্তানের নামকরণ করেন শ্রী প্রেমাংশু দেব৷
নালিকুল ঃ গত ১৫ই এপ্রিল হুগলী জেলার নালিকুলে বিশিষ্টমার্গী শ্রী জয়দেব গোছাইত এর নোতুন বাসভবনে আনন্দমার্গীয় বিধিতে গৃহপ্রবেশ অনুষ্ঠান হয়৷ উক্ত অনুষ্ঠানে তিন ঘন্টা ব্যাপী মহানাম সংকীর্ত্তন ‘বাবা নাম কেবলম্’ অনুষ্ঠিত হয়৷ এরপর মিলিত সাধনা ও গুরুপূজার পরে কীর্ত্তন মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷
আরামবাগ ঃ গত ২২ই এপ্রিল হুগলী জেলার আরামবাগে রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের শিক্ষক শ্রী বাবলু অধিকারীর বাসভবনে তিনঘন্টাব্যাপী ‘বাবা নাম কেবলম্’ মহানামসংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এরপর মিলিত সাধনা ও গুরুপূজার শেষে কীর্ত্তন সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ অনুষ্ঠান শেষে সুস্বাদু প্রীতিভোজে উপস্থিত সকলকে আপ্যায়িত করা হয়৷