সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৫ই ফেব্রুয়ারী আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফ টীম (এ্যামার্ট)-এর হুগলী শাখার পক্ষ থেকে পোলবা ব্লকের মুসোর গ্রামে এক চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়৷ এই শিবিরে ২৫০ জনের অধিক শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের গ্রামবাসীর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়৷ শিবিরে চিকিৎসক রূপে উপস্থিত ছিলেন ডাঃ মৃণাল কান্তি রায়, ডাঃ মধুসূদন প্রামাণিক ও ডাঃ প্রদীপ বিশ্বাস৷ পুঁইনান আনন্দমার্গ স্কুলের শিক্ষকবৃন্দ ও অন্যতম শুভানুধ্যায়ী মুসোর গ্রামের রহমান ভাইয়ের ব্যবস্থাপনায় এই চিকিৎসা শিবির সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়৷ শিবির শেষে বেশ কয়েকজন দুঃস্থ গ্রামবাসীর হাতে কম্বল তুলে দেওয়া হয়৷