ইচ্ছে

লেখক
অনির্বান

মনের গভীর থেকে উঠে আসা এক রাশ ইচ্ছে---

মিশিয়ে তাঁর সংকল্পে৷

ফুলে ফুলে ঢাকা সেই ইচ্ছেকে বয়ে নিয়ে যাও৷

পথের দু’ধারে একটা একটা করে

ফুলের কুড়ির সৌরভ---এখন সারা বিশ্বে৷

পশুর দল ছুটে পালাচ্ছে, পাশবিকতা মুখ থুবড়ে

শোষণের পতাকা শতছিন্ন৷

স্বর্ণালি সূর্যের সোনালী আলোয় স্নানযাত্রা৷

মুগ্দ সবাই, নোতুন আলোয় ধোয়া চোখে৷

তাঁর বাতাসে নিঃশ্বাস নিয়েছে প্রাণ ভরে৷

দৃষ্টি ধুয়েছে তাঁর আলোয় নোতুন করে৷

খুশির জোয়ারে ভরে গেছে মন-প্রাণ৷

গভীর থেকে উঠে আসা একরাশ ইচ্ছে

নিঃশ্বাস নিল নোতুন বাতাসে৷