সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
সাঁইথিয়া ঃ আনন্দমার্গের প্রতিষ্ঠাতা মহাসম্ভূতি শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী ১৯৫৭ সালে ১৬ই ফেব্রুয়ারী বীরভূম জেলার ইন্দাস গ্রামে পদার্পণ করেছিলেন৷ ইন্দাস গ্রামে ধর্মমহাচক্রও হয়েছিল৷ সেই ধর্ম মহাচক্রে মার্গগুরুদেব ভক্তদের বরাভয় মুদ্রায় আশীর্বাদ করেছিলেন৷ ভক্তরা পরবর্তীকালে সেই পবিত্র স্থানটিকে বাঁধিয়ে শ্বেতপাথরের স্মৃতিবেদী তৈরী করেছেন৷ তারই সামনে বিশাল স্থায়ী কীর্ত্তনমন্ডপও তৈরী হয়েছে৷
গত ১৬ই ফেব্রুয়ারী ওই কীর্ত্তন মন্ডপে ইন্দাস, কীর্র্ণহার, লাভপুর, বোলপুরসহ বীরভূমের বিভিন্ন স্থান থেকে আনন্দমার্গীরা সমবেত হয়ে অখন্ডকীর্ত্তন করেন৷ ভক্তমন্ডলীর বাবা নাম কেবলম্ মহামন্ত্রের সুমধুর কীর্ত্তনে আকাশ বাতাস মুখরিত হয়৷
এই উদ্দেশ্যে ইন্দাস আশ্রমে বিনাব্যয়ে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়৷ চিকিৎসা করেন ডাঃ প্রদীপ গুহ৷