কানাডার টেনিস তারকা ইউজেনি বুশার্ড মার্কিন টেনিস সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা জেতার পরে তিনি বিরাট ক্ষতিপূরণের দাবি করেন৷ ব্রুকলিন আদালত এই মামলার রায় দিতে গিয়ে বলেছেন এই ঘটনায় ৭৫ শতাংশ দায় টেনিস সংস্থার৷ গত তন বছর আগে লকার রুমে বুশার্ড পরে গিয়ে তাঁর মাথায় চোট পান৷ আবার ম্যাচ খেলে আসার পরে ফিজিও থেরাপিরুমে পরে যান তিনি৷ ঘরের মেঝে পরিস্কার করার জন্য কিছু ঢালা ছিল ঘরের মেঝেতে৷ কিন্তু তখন কোন ইউএসটিএ-র কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন না৷
আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসটিএ এর ফিজিওথেরাপিষ্ট সাক্ষী দিতে গিয়ে বলেন,‘‘তারা মনে করেছিলেন যে, বুশার্ড হয়তো সেখান থেকে চলে গেছেন৷ ‘‘সব খেলোয়াড়রা চলে না গেলে রমি পরিস্কার করার কোনো নিয়ম নেই৷ তাই আদালতে তা প্রমাণিত হয়ে যায় ও তিনি মামলায় জয় লাভ করেন৷
এরপর ঠিক হবে এই চোটের ফলে তাঁর কেরিয়ার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ও কতটা পরিমাণ ক্ষতিপূরণ বুশার্ড পাবেন তাঁর মীমাংসা করবেন ব্রুকলিন আদালত৷ ২০১৫ সালে চোট লাগার ফলে তাঁর রাঙ্কিং এ বিশাল ফারাক তৈরী হয়েছে কারণ, চোটের ফলে তিনি কোন ম্যাচ খেলতে পারেন নি৷ ২০১৪ সালে তাঁর র্যাঙ্ক ছিল ৫৷ এখন যা গিয়ে দাঁড়িয়েছে ১১৬ তে৷ এমনকি অসুস্থতার কারণে তিনি টুর্র্ণমেন্ট থেকেও নাম নাম তুলে নিতে বাধ্য হন৷
অন্যদিকে ইউএসটিএ যুক্তি দেখাতে পারে, যে তিনি চোট পাওয়ার আগে থেকেই র্যাঙ্কিং-এ পিছিয়ে পড়ছিলেন তিনি ১-১০ এর মধ্যে থাকলেও যুক্তরাষ্ট্র ওপেনে তিনি ২৫ নম্বর বাছাইয়ে নেমেছিলেন৷