জি .এস.টি-র ধাক্কায় রান্নার গ্যাসের ভরতুকি উঠে যাবে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কেন্দ্রীয় সরকার জি এস টি নীতি  ঘোষণার পর বলেছিলেন, দেশের গরীব ও মধ্যবিত্তরা উপকৃত হবেন৷ কিন্তু জি.এস.টি ঘোষণার পর একের পর এক গরীব ও মধ্যবিত্তের ওপর বোঝা চাপছে৷  সরকার থেকে ঘোষণা করা হয়েছে, এবার থেকে প্রতিমাসে  রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৪টাকা করে বাড়বে৷ এইভাবে দাম বাড়াতে বাড়াতে আট মাসে রান্নার গ্যাসের দাম বাড়বে ৩২ টাকা৷ তারপর এক ধাক্কায় সমস্ত ভরতুকি ব্যবস্থাটাই তুলে দেওয়া হবে৷