গত ৩০শে মার্চ লোকসভায়, সরকারপক্ষের সংখ্যাধিক্য থাকায়, অর্থবিল ২০১৭ পাশ হয়ে গেল বিরোধীদের ৫টি সংশোধনী প্রস্তাব বাতিল করে দিয়ে, যেটি আগের দিন অর্থাৎ ২৯শে মার্চ রাজ্য সভায় গৃহীত হয়ে ছিল৷ এই বিলটিই জিএসটি বিল নামে পরিচিত৷ এটি কার্যকর হবে আগামী ১লা জুলাই থেকে৷
জি.এস.টি. কী?
গুডস্ সার্ভিস ট্যাক্স (জিএসটি) বা পণ্য সেবা কর যা প্রযোজ্য হবে পণ্য পরিষেবায়৷ এটি বর্তমানে চালু করগুলো যেমন এক্সাইজ্, ভ্যাট ও সারভিস্ ট্যাক্স---এদের পরিবর্তে ব্যবহার হবে৷
জিএসটি কেন?
বর্তমানে ভ্যাটের নিয়মাবলী বিভিন্ন রাজ্যর ক্ষেত্রে আলাদা আলাদা৷ এতে সমস্যা হয় যখন কোনও পণ্য এক রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে পাঠানো হয়৷ এছাড়াও ব্যবসায়ীদের এক্সাইজ্, ভ্যাট ও সারভিস্ ট্যাক্স এই তিনটি ক্ষেত্রেই কর দিতে বাধ্য করা হয়৷
জিএসটি বিল সাড়া দেশে একটিই কর ব্যবস্থা চালু করবে৷ এর দ্বারা কাঁচামাল সংগ্রহ থেকে আরম্ভ থেকে চুড়ান্ত পণ্য বিক্রী বা সরবরাহ পর্যন্ত পুরোটাই এই কর ব্যবস্থার আওতায় থাকবে৷ এর ফলে বড় উদ্যোগ থেকে ছোট ব্যবসায়ী সকলের ক্ষেত্রেই একই পদক্ষেপ নেওয়া হবে৷ জিএসটি র লক্ষ্য হল পুরো অর্থনৈতিক কর ব্যবস্থায় সরলীকরণ৷
জিএসটি কে দেবে?
পণ্য উৎপাদক ও বিক্রেতা৷ এছাড়া বিভিন্ন পরিষেবা প্রদানকারী যেমন টেলিকম সেবা প্রদানকারী, পরামর্শ-কারী consultants), চাটার্ড এ্যাকাউণ্ট্যাণ্টস্ ইত্যাদি৷ যাইহোক, পরোক্ষ কর হিসাবে শেষপর্যন্ত উপভোক্তার ঘাড়েই এর বোঝা এসে পড়বে বর্তমান কর ব্যবস্থার মত৷
ভারতে কত রকম জিএসটি থাকবে?
এখানে কানাডার মত দ্বৈত কর ব্যবস্থা অর্র্থৎCGST যা কেন্দ্রীয় সরকার গ্রহণ করবে ওSGST যা রাজ্য সরকার গ্রহণ করবে৷ এছাড়াওIGST যা প্রযোজ্য হবে আন্তঃ রাজ্য পণ্য বিক্রয়ের জন্য৷
ফলে কেন্দ্র-রাজ্য পণ্য হস্তান্তর ব্যবস্থাকে মসৃণ করবে৷
জিএসটি র করের হার কত হবে?
জিএসটি র করের হার এখনও লোকসভায় অনুমোদিত হয় নি যদিও এর প্রস্তাবিত হার (শতাংশে) হলঃ
স্তর | জিএসটি | বর্তমান | পণ্য |
---|---|---|---|
১ | ৫ | ৯-১৫ পর্যন্ত | ভোজ্য তেল, মশলা, চা, কফি |
২ | ১২ | ১৫-২১ | কম্প্যুটার, প্রক্রিয়াজাত খাদ্য |
৩ | ১৮ | ১৫-২১ | বিলাস সামগ্রী |
৪ | ২৮ | ২১ | বিলাসবহুল কার, তামাক, গ্যাস মেশানো পানীয় |
জনসাধারনের সুবিধার কথা ভেবে খাদ্য দ্রব্যের ওপর কোনও কর ধার্য হবে না৷
জিএসটি র অসুবিধার দিকগুলো কী?
কোনও পরিবর্তনই সহজে হয় নি৷ যে সব দেশে ভারতের আগে জিএসটি লাগু হয়েছে, সেই সব দেশে এই পরিবর্তন চলাকালীন মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে৷
যাইহোক জিএসটি তে মুনাফা-বিরোধী ব্যবস্থা থাকায় আশা করা যায় মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিকে আটকে রাখা সম্ভব হবে৷
একবার জিএসটি পুরোদমে চালু হয়ে গেলে বর্তমানের অ-প্রত্যক্ষ করের যে অ-ব্যবস্থা, তা থাকবে না৷ তখন ভারতই হবে একমাত্র দেশ, যেখানে একমাত্র একটিই বাজার ও যেখানে দেশের এক প্রান্ত থেকে পণ্যের যাতায়াত করমুক্ত হবে৷
- Log in to post comments