জম্মু-কশ্মীর সরকারে ভাঙ্গন

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

জম্মু-কশ্মীরে বিজেপি- পিডিপি জোট  সরকার ভেঙ্গে গেল৷ ১৯শে জুন  বিজেপি জোট সরকার  থেকে সমর্থন  প্রত্যাহার করায়  মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি  (পিডিপি নেত্রী) রাজ্যপাল  এন এন ভোরার কাছে  ইস্তফাপত্র  পাঠিয়ে  দেন৷ মেহবুবার ইস্তফা গৃহীত  হলে স্বাভাবিক ভাবে  সেখানে রাষ্ট্রপতি  শাসন চালু হবে৷ কারণ এই পরিস্থিতিতে কংগ্রেস বা ওমর আবদুল্লার ন্যাশান্যাল  কনফারেন্স  জোট বেঁধে সরকার গড়ার দাবী জানাতে প্রস্তুত নয় বলে তাঁরা জানিয়ে দিয়েছেন৷ ২০১৪ সালের  বিধানসভা নির্র্বচনে  মোট  ৮৭টি আসনের মধ্যে  কংগ্রেস পেয়েছিল  ১২টি, এন.সি ১৫, পিডিপি ২৮টি ও বিজেপি ২৫টি৷