জনপ্রিয়তার শিখরে ইণ্ডিয়ান প্রিমিয়ার লীগ

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই শুরু হবে ইণ্ডিয়ান প্রিমিয়ার লীগের মহারণ৷ আগামী ৭ই এপ্রিল থেকে শুরু হতে চলেছে ইণ্ডিয়ান প্রিমিয়ার লিগ (আই.পি.এল)৷ ক্রিক্রেট ও গ্ল্যামারের সব থেকে বড় নিদর্শন এই প্রিমিয়ার লিগ৷ কোটি কোটি টাকার দল, খরচের পর খরচ করে এই আই পি এলকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যাওয়া হয়েছে৷

এবারের এই ইণ্ডিয়ান প্রিমিয়ার লীগ প্রতিযোগিতায় ট্রফি জেতার লক্ষ্যে নামবে ৮ টি দল৷ প্রতিটি দলের খেলোয়াড়রাই দক্ষ, পারফরমেন্সে দিক থেকে তাঁরা সেরাদের তালিকায়৷ কারণ দল তৈরী হয় বিভিন্ন দেশের সেরা খেলোয়াড়দের নিয়ে৷ মাঠে নামতে পারলেই বিশাল অঙ্কের রোজগার৷ আর ম্যাচ জিতলে, চার-ছয় হাঁকালে বা উইকেট নিলে তো কথাই নেই৷ নাম, যশ, খ্যাতি, অর্থ সবই চলে আসে খেলোয়াড়দের কাছে৷ তাছাড়া সম্মানে দিকটাও সংশ্লিষ্ট খেলোয়াড়দের চিন্তা করতে হয়৷ বিফল হলেই সমালোচনা৷

যাইহোক কে.কে. আর, আর.সি.বি, কিংস.ইলেভেন. পাঞ্জাব, আর.আর, সি.এস.কে, ডি.ডি, মুম্বাই ইন্ডিয়ানস্, সানরাইজার্স৷ খেলা হবে মাঠে৷ কুড়ি ওভারের খেলায় যে কোন দল জিততে পারে৷ শেষ বলটি না হওয়া পর্যন্ত আগাম ভবিষ্যৎ ক্রিকেটে হতে পারে না৷ গত আই পি এলের অনেক ম্যাচের মত এবারও শেষ ওভার পর্যন্ত এমনকি শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের ফলের জন্যে৷