সংবাদদাতা
পি.এন.এ.
সময়
আফগানিস্তানের রাজধানী কাবুলে এবার সাম্প্রতিককালের মধ্যে বৃহত্তম হামলা ঘটিয়ে তালিবান জঙ্গীরা কম করে ১০০ জনকে হত্যা করে৷ আহত ২৩৫ এরও বেশী৷ তালিবান্ জঙ্গীরা ধর্মের নামে এবার চরম হিংস্রতা দেখাল৷ যে এ্যাম্বুল্যান্স শত্রু-মিত্র সবাইকে জরুরী চিকিৎসা পরিষেবার প্রতীক সেই এ্যাম্বুল্যান্সকে হাতিয়ার করেছে জঙ্গীরা৷ এ্যাম্বুল্যান্সের চড়ে জঙ্গীরা প্রথমে চেক পয়েন্টকে ধোঁকা দিতে সমর্থ হয়৷ তারপর আগ্ণেয়াস্ত্র ভর্তি এ্যাম্বুলেন্সটিকে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়৷ এরপর আবার সেনা এ্যাকাডেমীতে আত্মঘাতী জঙ্গী হানা ঘটে৷ তাতেও ৫জন নিহত হয়৷ এরপর সেনা জঙ্গী সংঘর্ষের ২জন জঙ্গীর মৃত্যু হয়৷ ধর্মের নামে এইভাবে হত্যালীলা চরম অপরাধজনক৷