কাজ শুধু কাজ

লেখক
বিভাংশু মাইতি

আজ আর কথা নয়

কাজের যে এ সময়

               কাজ শুধু কাজ

প্রভাতের গান বলে

অলসতা ঝেড়ে ফেলে

               কাজে লাগো আজ৷

মূল্যবান কাজ ফেলে

বৃথা তর্কে অবহেলে

               কেটেছে কত না দিন

নিষ্ফল অপরাজ্ঞানে

জীবন যে ক্ষণে ক্ষণে

               আজ হ’ল অর্থহীন৷

প্রতিদিন শ্বাসে শ্বাসে

শুষেছ সমাজ রস

               অবিরাম অবিরল

দেবে না কি প্রতিদান

বিধিন যে এ বিধান

               ভাব এক পল ৷

ধরিত্রী নিপীড়িত

শোষণ যে আশাতীত

               জাগো সব জাগো

চিনে নিয়ে সদসৎ

মুক্তির খোঁজ পথ

               লাগো কাজে লাগো৷