কাকদ্বীপ বাজারে উচ্ছের ডাঁই

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ডায়মণ্ডহারবার থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন গত ১১ই মার্চে কাকদ্বীপের নারায়ণপুর বাজারে উচ্ছে চাষী ও উচ্ছের আড়তদারদের মধ্যে উচ্ছের দাম নিয়ে বচসার জেরে অনেক চাষী বাজারে উচ্ছে ফেলে দিয়ে খালি হাতে বাড়ীতে ফিরেছে৷ সারা বাজারে ডাঁই হয়ে পড়ে আছে উচ্ছে৷ উচ্ছে চাষীরা বস্তায় ভরে উচ্ছে এনেছিল আড়তদারদের কাছে আড়তদাররা প্রথমে ১০ টাকা কেজি দামে উচ্ছে কেনে৷ তারপরে বেলা গড়াতে উচ্ছে আমদানি অনেক দেখে আড়তদাররা ২ টাকা কেজির বেশি দামে উচ্ছে নিতে অস্বীকার করে৷ তখন বচসা বাঁধে উচ্ছে চাষী ও আড়তদারদের মধ্যে৷ মারপিঠও হয় কয়েকজন আহতও হয়৷ চাষীরা অনেকে রেগে তাদের উচ্ছের বস্তা খুলে বাজারের রাস্তায় ঢেলে দেয়৷
পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় উচ্ছের দাম ৫ টাকা বেঁধে দেওয়া হয়৷ তাতেও আড়তদারেরা কিনতে চায়নি এইভাবে অচলাবস্থা চলতে থাকে৷