হুগলী জেলার অন্তর্গত শ্রীরামপুর পৌরসভার চাতরা অঞ্চলের বহু পুরাতন শ্মশান ঘাটের ইলেকট্রিক চুল্লিটি কয়েকমাস যাবৎ অকেজো হয়ে পড়ে থাকায় হুগলী জেলার বিরাট এলাকার মানুষ গঙ্গার ধারের শ্মশান ঘাটটিতে শবদাহ করতে না পারায় অত্যন্ত অসুবিধার মধ্যে পড়েছেন৷ এই বিখ্যাত শ্মাশান ঘাটে দুর-দুরান্ত থেকে হিন্দুরা মৃতদেহের সৎকার করতে আসেন৷ শ্রীরামপুর পৌরসভা অনেকমাস ধরে এই শবদাহের চুল্লিটিকে অকেজো অবস্থায় ফেলে রেখেছে৷ শত আবেদন নিবেদনেও কোনও কাজ হচ্ছে না৷ বর্তমানে কাঠে শবদাহ বন্ধ আছে গঙ্গা দূষণ রোধ করার জন্যে৷ কিন্তু মৃত দেহ সৎকার বন্ধ করা তো উচিত নয়৷ বেদনাহত মানুষজন তাই বড়ই অসুবিধায় পড়েছেন শবদাহের সুযোগ না থাকায়৷ মাননীয় পৌরসভার কর্মকর্র্তগণ এই অসুবিধা দূরীকরণে সক্রিয় হবেন এটাই জনগণ আশা করে৷
বিশেষ করে বেগমপুর, বড়া, মিল্কি, ঝাঁকারীর লোকজন এই শ্মশান ঘাটে শবদাহ করেন৷ তারা অত্যন্ত অসুবিধায় পড়েছেন৷