লেখক
প্রভাত খাঁ
পবিত্র শ্রাবণী-পূর্ণিমায়
কালিচরণ দীক্ষা নেন কাশিমিত্র ঘাটে
মহাসম্ভূতি বাবার করুণায়৷
এ যেন সেই ভয়ংকর কালিয়াদমন
তরণ তারণ শ্রীকৃষ্ণের হাতে
দ্বাপরে ব্রজভূমে তাঁর সেই বাল্যলীলায়৷
তাঁরই নির্দেশে কালিকানন্দ হয় কালিচরণ
জনারণ্য ছেড়ে যান
অধ্যাত্মসাধনে পর্বত জঙ্গলে
হিংসাদ্বেষ ছাড়ি’ জগৎ কল্যাণে৷
মনে পড়ে রত্নাকর দস্যুবৃত্তি ছাড়ি’
‘রাম নাম’ জপ করি হয়ে বাল্মীকি
মহাকাব্য রামায়ণ রচি ‘মহাকবি ’ হন৷
পৃথিবীর বুকে ধর্মসংস্থাপনে
ও আধ্যাত্মিক বিপ্লবে
বিপথগামী কালিচরণই হন কালিকানন্দ
এটি তাঁরই অক্ষয়কীর্ত্তি প্রথম দীক্ষিত
জগৎকল্যাণে এক ব্রতী সুসন্তান৷
- Log in to post comments