সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
কালনা ঃ শীত পড়তেই প্রতিবছর কালনার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলে আসে পরিযায়ী পাখির দল৷ গঙ্গাবক্ষে পাখিগুলি খাদ্যের সন্ধান করে৷ চোরা শিকারীরা এই সুযোগটা পুরোপুরি গ্রহণ করে৷ তারা পাখি শিকার করে তাদের মাংস খায় ও গোপনে বিক্রি করে৷ এলাকার পশুপ্রেমীরা এ ব্যাপারে বনবিভাগের কাছে পাখি বাঁচাবার জন্য অনেকদিন ধরে আবেদন জানিয়ে আসছিল ৷ তাই শীত পড়তেই বনবিভাগের কর্মীরা কালনায় নিবিড় প্রচার শুরু করেছে৷ পাখি শিকারের সঙ্গে যুক্ত কেউ যদি ধরা পড়ে তবে তাঁর আইনমোতাবেগ শাস্তি হবে বলে জানিয়েছেন স্থানীয় বনরক্ষীরা৷