কাঁকিনাড়ার বিশিষ্ট আনন্দমার্গী শ্রী আশুতোষ মণ্ডল মহাশয়ের গৃহে ১২ই জানুয়ারী, ২০১৮ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ শুরুতেই প্রভাত সঙ্গীত পরিবেশন করে কীর্ত্তনের সূচনা করেন আচার্য চিরগতানন্দ অবধূত৷ এরপর একে একে হরলাল হালদার, নিরঞ্জনা রায়, আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত কীর্ত্তন পরিচালনা করেন৷ প্রতিবেশী আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও আনন্দমার্গের অনুগামী সহ প্রায় ২০০ ব্যষ্টির উপস্থিতিতে প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, মিলিত সাধনা, গুরুপূজা, স্বাধ্যায়, বক্তব্য ও সদাব্রত অনুষ্ঠানে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে৷ স্বাধ্যায় ও প্রারম্ভিক বক্তব্য রাখেন উত্তর ২৪ পরগণার ভুক্তিপ্রধান সন্তোষ বিশ্বাস৷ কীর্ত্তন মহিমার ওপর বক্তব্য রাখেন আচার্য পরিতোষানন্দ অবধূত৷ সাংঘটনিক ও বারাকপুরে প্রথম স্তরীয় সেমিনার বিষয়ে বক্তব্য রাখেন আচার্য চিরঞ্জয়ানন্দ অবধূত৷ ধন্যবাদ জ্ঞাপন করেন গৃহকর্তা শ্রী আশুতোষ মণ্ডল৷ আনন্দমার্গের আদর্শ ও কীর্ত্তন মহিমায় উদ্বুদ্ধ হয়ে অবধূতিকা আনন্দ মনীষা আচার্যা দিদির কাছ থেকে কয়েকজন সাধনা শেখেন ও বেশ কিছু উপস্থিত জনেরা উৎসাহিত বোধ করেন৷