কাঁকিনাড়ায় অখণ্ড কীর্ত্তন ও সদাব্রত অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 কাঁকিনাড়ার বিশিষ্ট আনন্দমার্গী শ্রী আশুতোষ মণ্ডল মহাশয়ের গৃহে  ১২ই জানুয়ারী, ২০১৮ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ শুরুতেই প্রভাত সঙ্গীত পরিবেশন করে কীর্ত্তনের সূচনা করেন আচার্য চিরগতানন্দ অবধূত৷ এরপর একে একে হরলাল হালদার, নিরঞ্জনা রায়, আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত কীর্ত্তন পরিচালনা করেন৷ প্রতিবেশী আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও আনন্দমার্গের অনুগামী সহ প্রায় ২০০ ব্যষ্টির উপস্থিতিতে প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, মিলিত সাধনা, গুরুপূজা, স্বাধ্যায়, বক্তব্য ও সদাব্রত অনুষ্ঠানে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে৷ স্বাধ্যায় ও প্রারম্ভিক বক্তব্য রাখেন উত্তর ২৪ পরগণার ভুক্তিপ্রধান সন্তোষ বিশ্বাস৷ কীর্ত্তন মহিমার ওপর বক্তব্য রাখেন আচার্য পরিতোষানন্দ অবধূত৷ সাংঘটনিক ও বারাকপুরে প্রথম স্তরীয় সেমিনার বিষয়ে বক্তব্য রাখেন আচার্য চিরঞ্জয়ানন্দ অবধূত৷ ধন্যবাদ জ্ঞাপন করেন গৃহকর্তা শ্রী আশুতোষ মণ্ডল৷ আনন্দমার্গের আদর্শ ও কীর্ত্তন মহিমায় উদ্বুদ্ধ হয়ে অবধূতিকা আনন্দ মনীষা আচার্যা দিদির কাছ থেকে কয়েকজন সাধনা শেখেন ও বেশ কিছু উপস্থিত জনেরা উৎসাহিত বোধ করেন৷