সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
কাঁকিনাড়া রথতলায় ১৯শে মে সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত রথতলা খুবলাল সাউয়ের বাজারে শিলচরের একাদশ ভাষা শহীদ দিবস পালন করা হয়৷ এই উপলক্ষ্যে ‘আমরা বাঙালী’-র কাঁকিনাড়া আঞ্চলিক শাখার উদ্যোগে সভার শুরুতে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করা হয়৷ নীরবতা পালনের পর শহীদবেদীতে মাল্যদান করা হয়৷
সভায় ১৯৬১ সালের ১৯শে মে, শিলচরে ভাষা আন্দোলন সম্পর্কে বক্তব্য রাখেন সর্বশ্রী তার জগদীশ হালদার শুভজিৎ পাল , উজ্বল ঘোষ প্রমুখ ৷ অনুষ্ঠানের শুরুতে স্বরচিত কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি শিবরাম চক্রবর্ত্তী মহাশয়৷ বক্তারা বাংলা ভাষার অবদমনের প্রতিবাদ করেন ও সমস্ত বাঙালীস্তান এলাকায় বাংলা ভাষাকে সরকারী ও বেসরকারী সমস্ত কাজে ব্যবহারের দাবী জানান৷