সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আর কয়েকদিন পরেই কাটোয়া-বর্ধমান ব্রডগেজ লাইন চালু হয়ে যাচ্ছে৷ এই রেলপথটিকে ঘিরে শুধু পূর্ব বর্ধমান নয়, সীমান্তবর্তী বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ার জনসাধারণের এক বৃহদংশের আশা-আকাঙ্ক্ষা জড়িত রয়েছে৷ নোতুন বছরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে এই ৫২ কি.মি. ব্রডগেজ লাইনে রেল চলাচল৷ উত্তরবঙ্গ থেকে দক্ষিণ বঙ্গের যোগাযোগকারী ট্রেনের জন্যে কাটোয়া ষ্টেশন হয়ে এই কাটোয়া-বর্ধমান রেলরুটটি বিকল্প রেলপথ হিসেবেও কার্যকরী হবে৷