কৌষিকী দিবসে কৌষিকী ও তাণ্ডব নৃত্য প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৬ই সেপ্টেম্বর কৌষিকী দিবস৷ ১৯৭১ সালের ৬ই সেপ্টেম্বর মেয়েদের দৈহিক, মানসিক, আধ্যাত্মিক উন্নতি বিধানের জন্যে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী কৌষিকী নৃত্যের প্রবর্তন করেছিলেন৷

ইতোপূর্বে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পুরুষদের শারীরিক, মানসিক বিকাশের জন্যে ও তাদের সাহস ও পৌরুষভাব বাড়িয়ে তোলার জন্যে সদাশিব প্রবর্ত্তিত তাণ্ডব নৃত্য, যা প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল, সেটিকে জনগণের মধ্যে ব্যাপক প্রচার করেন৷ এটির নিয়মিত অভ্যাসে পুরুষদের সাহস ও পৌরুষ বৃদ্ধি পাবে ও এটি মস্তিষ্কের সর্বোত্তম ব্যায়াম৷

এই তাণ্ডব নৃত্য মেয়েদের শরীরের পক্ষে উপযুক্ত নয়, তাই মেয়েদের করা নিষেধ৷ কিন্তু মেয়েদেরও সার্বিক বিকাশের জন্যে অনুরূপ কোনো ব্যায়াম বা নৃত্য প্রয়োজন৷ এটা উপলব্ধি করে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১৯৭৮ সালের ৬ই সেপ্টেম্বর এই নৃত্য উদ্ভাবন করেন ও   সমস্ত  মেয়েদের  এই নৃত্য  নিয়মিত  অভ্যাস করতে নির্দেশ দেন৷

সেই অনুসারে  আনন্দমার্গের  মেয়েরা  ও তাঁদের  দেখাদেখি  অন্যান্য অনেকেই  নিয়মিত  এই কৌষিকী  নৃত্য অভ্যাস করেন৷ এটি  নিয়মিত  অভ্যাসে  ২২টি রোগের  নিরাময় হয়৷ বিশেষ করে  প্রায় সকল স্ত্রীরোগের  প্রতিষেধক  হিসেবে এই কৌষিকী  নৃত্য বিশেষ ফলপ্রদ৷

তাই আনন্দমার্গ থেকে  ছেলেদের  জন্যে  তান্ডব  ও কৌষিকী  নৃত্যের  ও মেয়েদের  জন্যে  কৌষিকী নৃত্যের  নিয়মিত  প্রশিক্ষণ দেওয়া  হয়  ও এই  নৃত্য নিয়মিত  অভ্যাস করতে  সবাইকে উৎসাহিত করা হয়৷

এই উদ্দ্যেশ্যকে সামনে  রেখে  গত ৬ই সেপ্টেম্বর  ভি.আই.পি নগরস্থিত  আনন্দমার্গের  আশ্রমে  কৌষিকী ও তান্ডব নৃত্যের  বিশেষ প্রতিযোগিতার  আয়োজন  করা হয়৷ মেয়েদের  কৌষিকী নৃত্য প্রতিযোগিতা পরিচালনা  করেন অবধূতিকা আনন্দ করুণা আচার্যা ও ছেলেদের  তান্ডব ও কৌষিকী নৃত্য  প্রতিযোগিতা পরিচালনা  করেন  আচার্য সুচিদানন্দ অবধূত৷

প্রতিযোগিতায় ১ম,২য়, ও ৩য়  স্থানাদিকারীদের নাম নিম্নে প্রদত্ত হল৷  মেয়ের বয়স  অনুসারে  তিন  গ্রুপের প্রতিযোগিতায়---

‘এ’ গ্রুপ

(১) তনিমা দেব ---১ম

(২) গীতাঞ্জলি দেব---২য়

(৩) মমতা দেব---৩য়

‘বি’ গ্রুপ

(১) সুতপা দেব---১ম

(২) প্রমিতা দেব --- ২য়

(৩) উদ্দীপ্তা দেব---৩য়

‘সি’ গ্রুপ

(১) বিজয়া দেব---১ম

(২) রত্না দেব --- ২য়

(৩) শিপ্রা দেব---৩য়

পুরুষদের তান্ডব

(১) রাজু সোণার---১ম (১৬ মিনিট)

(২) ধীরেণ চন্দ্র মাহাত --- ২য় (১৫মিনিট)

(৩) চিত্তরঞ্জন বিশ্বাস ---৩য় (১৩ মিনিট)

কৌষিকী

(১) রাজু সোণার---১ম

(২) বিমল সিংহ --- ২য়

(৩) চিত্তরঞ্জন বিশ্বাস ---৩য়