লেখক
সাক্ষীগোপাল দেব
চেষ্টা করে ‘গবিতা’ হয়
কবিতা কেউ বলে না
ব্যাঙের পাশে ঠ্যাং মিলিয়ে
সে কবিতা চলে না৷
আমি হলুম ব্যাঙের কবি
ঠ্যাঙ কেবলই ভরসা
ঠ্যাঙটা যদি না পাই খঁুজে
সব কবিতা ফরসা৷
চিন্তা মনে জাগে অনেক
মাথামুণ্ডু থাকে না
অকালপক্ক বুদ্ধি আমার
সময় মত পাকে না৷
মাঝে মাঝে দেখা মেলে
অনেক হবু হ’ত কবি
জেগে ওঠে সুড়সুড়িটা
কলম দিয়ে আঁকব ছবি৷
বড়ো কবি হবার তরে
তাদের দেখে দিই যে লাফ
ফলটা মেলে হাতে হাতে
ঠ্যাঙ্টা ভেঙ্গে পড়ি বাপ্৷
- Log in to post comments