কেন্দ্রের বঞ্চনার  শিকার পশ্চিমবঙ্গ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কেন্দ্রীয় রেলমন্ত্রী পশ্চিমবঙ্গের-মুখ্যসচিবের কাছে এক চিঠি দিয়েছে৷ ওই চিঠিতে জানিয়েছে, এ রাজ্যের  ৮টি রেলরুটে লোকসানের  জন্যে  রেলমন্ত্রক ওই রুটগুলিতে ট্রেন চলাচল বন্ধ করে দিতে চায়৷ ওই ৮টি রুট হ’ল--- ১) সোনারপুর-ক্যানিং রুট, ২) শান্তিপুর-নবদ্বীপ ঘাট রুট, ৩) বারাসাত-হাসনাবাদ রুট,৪) বারুইপুর-নামখানা রুট,৫) কল্যাণী-কল্যাণী সীমান্ত রুট, ৬) বালিগঞ্জ - বজবজ রুট, ৭) বর্ধমান-কাটোয়া রুট, ৮) ভীমগড় পলাশ থলী রুট৷

কেন্দ্র বলছে, রাজ্য যদি ওই রুটগুলিতে লোকসানের অর্ধেক বহন করে তবেই তা ওইসব রুটে ট্রেন চালানো অব্যাহত রাখবে৷

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বানার্জী কেন্দ্রের  এই সিদ্ধান্তের প্রতিবাদ করে জানিয়েছে, কেন্দ্রের এই  সিদ্ধান্ত কোনোভাবেই মানা যায় না৷ মুখ্যমন্ত্রী বলেছেন, রেল কোনও ব্যষ্টিগত সম্পত্তি নয়৷ জনস্বার্থে পরিষেবা দেওয়া রেলের মুখ্য দায়িত্ব৷ তাহলে লাভ লোকসানের প্রশ্ণ আসে কি করে? রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার তিনি চরম বিরোধিতা করছেন৷