কলকাতার অসম ভবনের গেটে তালা দিয়ে ‘এন.আর.সি.-র প্রতিবাদ আমরা বাঙালীর

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৪ সেপ্টেম্বর ঃ অসমে নাগরিকপঞ্জীকরণের্ নামে ৪০ লক্ষ বাঙালীকে বিদেশী আখ্যা দিয়ে অসম থেকে বিতাড়নের বিরুদ্ধে আমরা বাঙালীর পক্ষ থেকে কলকাতায় বিরাট বিক্ষোভ মিছিল বের হয়৷ হাজরা পার্ক থেকে বেলা ২টায় কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায়ের নেতৃত্বে মিছিলটি এস.পি. মুখার্জীর রোড ধরে ভবানীপুর হয়ে বেলা ৩টা নাগদ রাসেল ষ্ট্রীটে অসম ভবনের সামনে পৌঁছে বিক্ষোভ ও অবস্থানে সামিল হয়৷ অসমে যে ক্রমাগত বাঙালী নির্যাতন, নিপীড়ন ও বিতাড়ন চলছে তারই প্রতিবাদে আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির নেতা ও নেত্রীরা তাদের বক্তব্য পেশ করেন৷ শুধু তাই নয়, অসম সরকারের বাঙালী বিরোধী এই ঘৃণ্য আচরণের প্রতিবাদে অসম ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়৷ বিভিন্ন বক্তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায়, কেন্দ্রীয় কমিটির প্রচার ও জনসংযোগ সচিব উজ্জ্বল ঘোষ, সমতট সাঘটনিক সচিব জয়ন্ত দাশ, তারাপদ বিশ্বাস প্রমুখ৷ আমরা বাঙালীর নেত্রী শ্রীমতী গোপা শীল ও অন্যান্যরা উক্ত বিক্ষোভ সমাবেশে সামিল হন৷ উপস্থিত জনসাধারণ ‘আমরা বাঙালী’র এই আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন জানান৷