বিজ্ঞান মানব সমাজের হাতে যে বিরাট শক্তি তুলে দিয়েছে, সেই শক্তিকে শুভপথে পরিচালিত করার জন্যে যে যে সদর্থক প্রয়াসের প্রয়োজন ছিল তার অভাব দেখা দেওয়ায় সারা বিশ্বে নানানভাবে বিপর্যয় দেখা দিতে শুরু করেছে৷ তার একটি উদাহরণ--- বর্তমান বিশ্বে সাইবার হানা৷
কয়েক বছর আগে এরাজ্যে, অন্য কয়েকটি রাজ্যেও দেখা গেছে প্রিয়জনকে হরণ করে ফোনে জানিয়ে দেওয়া হত এত তারিখের মধ্যে এত লক্ষ টাকা অমুক স্থানে জমা না দিলে যাকে অপহরণ করা হয়েছে তাকে হত্যা করা হবে৷ এইভাবে মুক্তিপণ আদায়ের হিড়িক পড়ে গিয়েছিল৷ এখন মুক্তিপণ আদায়ের নোতুন ‘বৈজ্ঞানিক’ সংস্করণ চালু হয়েছে৷ এর নাম সাইবার হানা৷ কম্পিউটারের মাধ্যমেই এই প্রকাশ্য ডাকাতির আতঙ্কে সারা দেশ --- তথা সারা বিশ্ব সন্ত্রস্ত৷ পৃথিবীর বিভিন্ন দেশেই এই ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটছে৷ সংবাদে প্রকাশ, ১০০-এরও বেশি দেশ এই সাইবার হানায় বিপর্যস্ত৷ সাইবার হানায় সব কম্পিউটার অকেজো হয়ে যাচ্ছে, বিভিন্ন ব্যাঙ্ক ও অফিসের হিসেব পত্র যেখানে কম্পুটার রাখা হয়, সে সব এখন বিকল করে দেওয়া হচ্ছে৷ কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠছে ৩০০ ডলারের মুক্তিপণের দাবী৷ না হলে কম্পুটার চালু হবে না৷
সংবাদে প্রকাশ, ব্রিটেন সহ বিশ্বের ১৫০টি দেশে ২ লক্ষের বেশি কম্পিউটারে এইভাবে সাইবার হানা হয়েছে৷ বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে সাইবার হানা বিপর্যয় ডেকে আনছে৷