কোচ-ক্যাপ্ঢেনের সুসম্পর্কের জেরl কোহলির প্রশংসা রবির মুখে

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

২০১৫ সালের পর আবার শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে টেষ্টে হারিয়েছে ভারত৷ দ্বিতীয় টেষ্টে খেলতে নামার আগে ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ কোচ রবি শাস্ত্রী৷ ভারতীয় দলের হেডস্যার তো বলেই ফেললেন---বিরাটের নেতৃত্বে এই দলটা অতীতের অনেক রেকর্ডকে ছাপিয়ে যাবে৷ মানে তিনি বলতে চাইছেন যে সৌরভ, শচীন, রাহুল, তারও আগে সানি, কপিলরা ভারতীয় ক্রিকেটকে যে সাফল্য এনে দিয়েছেন তার থেকে বেশী সাফল্য এনে দেবে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল৷ সে যাই হোক ভারত ভাল খেলুক দেশে-বিদেশে ভাল ক্রিকেট খেলে ট্রফি জিতুক---এটাই তো ভারতীয় দলের থেকে দেশবাসী আশা করে৷ তবে ক্রিকেটপ্রেমীরা সুনিল গাভাসকার, কপিল দেব, শচীন তেণ্ডুলকর, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়দের অবদানকে কেউ ছোট করে দেখাতে চাক---এটা মেনে নেবেন না৷ আসলে রবি শাস্ত্রী বলতে চাইছেন তিনি যখন ডিরেক্টর ছিলেন এই দলের তখন ভারত শ্রীলঙ্কাকে হারিয়েছিল, আবার তিনি যখন কোচ তখনও বিরাটের নেতৃত্বে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে টেষ্ট জিতেছে৷ তাই তাঁর কোচিংয়ে ভারত ভাল খেলেছে ও খেলছে৷ আসলে রবি শাস্ত্রী হটমেজাজি কোহলির সব আবদার মেনে নিচ্ছেন আর বিরাটের প্রশংসা করছেন যাতে তাঁর আর বিরাটের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে৷ তবে ভারতীয় দলের স্বার্থে যদি এই পদ্ধতি কাজে লাগে তাহলে ভারতীয় ক্রিকেটের উন্নতি আর সাফল্য পাশাপাশি লক্ষ্যণীয় ভাবে সারা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকুক---একজন ভারতীয় ক্রিকেটের সমর্থক হিসেবে এটাই তো কাম্য৷ এ বছরের সেপ্ঢেম্বর থেকে ভারতীয় ক্রিকেট দলের ঠাসা ক্রীড়াসূচী৷ দেশে-বিদেশে প্রচুর ম্যাচ৷ তার মধ্যে রয়েছে আগামী বছরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যাণ্ডের মত দেশে সফর করতে হবে ভারতীয় ক্রিকেটকে৷ এ প্রসঙ্গে শাস্ত্রী বললেন---ওই সব সফর যথেষ্টই কঠিন ও সেখানে বিরাটরা অনেক কিছুই শিখবে৷ তবে এখনই আগামী বছরকে নিয়ে ভাববার প্রয়োজন নেই৷ এখন বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টো টেষ্টের কথাই ভাবছি৷ আগামীতে ভারত যে ভাল ক্রিকেট উপহার দেবে দলের ছেলেদের পারফরমেন্স সে ইঙ্গিতই দিচ্ছে৷ দু’জন ওপেনার রান পেয়েছেন প্রথম টেষ্টে৷ লোকেশ রাহুল দলে ফিরলে দলের শক্তি বাড়বে৷ বিরাট ফর্মে আছে, জাদেজা ভাল খেলছে৷ বিশ্ব র্যাঙ্কিংয়ে জাদেজা এক নম্বরে৷ বোলাররাও নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন৷ মোট কথা রবি-বিরাটের যুগলবন্দীতে টীম ইণ্ডিয়া ভাল ফর্মে৷