বিশ্ব ক্রিকেটে মাত্র তিন জন ক্রিকেটার এই নজির গড়েছেন অর্থাৎ টি-টোয়েন্টিতে ২০০০ রানের গণ্ডী পেরিয়েছেন৷ ব্রেন্ডন ম্যাকালাম ৬৬ ইনিংসে ২০০০ রান৷ মার্টিন গাপটিলের লেগেছিল ৬৮টি ইনিংস ও শোয়েব মালিকের করতে লেগেছিল ৯২টি ইনিংস৷ এদের মধ্যে প্রথম এখন ভারতীয় অধিনায়ক বিরাট, তাঁর টি-টোয়েন্টিতে ২০০০ রানের গণ্ডী পেরোতে লাগল ৫৬টি ইনিংস গত ৩রা জুলাই এই রেকর্ডটি গড়ার জন্যে প্রয়োজন ছিল মাত্র আটটি রান আর ম্যাঞ্চেস্টারের ট্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে যা অনায়াসে করে ফেললেন বিরাট৷ ভারতীয় হিসেবে তিনিই প্রথম এই ২০০০ ফরম্যাটে রান করলেন৷
শুধুমাত্র ইনিংসের দিক থেকেই নয়, বিরাট এগিয়ে ম্যাচের দিক থেকেও ৷ কারণ বিশ্বের সেই তিন মহারথির ম্যাচের সংখ্যা ছিল ৭১,৭৫,৯৯৷ কিন্তু বিরাটের লেগেছে মাত্র ৬০ টি ম্যাচ৷
জানা গেছে, আরও একজন ভারতীয় ক্রিকেট টিমে এই রেকর্ড গড়বার জন্য তৈরী হচ্ছেন৷ আর মাত্র ১৯টা রান ব্যাস৷ তিনিও এই ২০০০ ফরম্যাটে বিশ্ব ক্রিকেটের টি-টোয়েন্টি ম্যাচের খাতায় নাম তুলবেন৷ তিনি আর কেউ নন, তাঁর নাম রোহিত শর্র্ম৷ এখন ইংল্যাণ্ডের বিরুদ্ধে দুটি ম্যাচ অপেক্ষা করছে দেখা যাক তিনিও যদি নিজের নামটি নথিভুক্ত করতে পারবেন কিনা ২০০০ ফরম্যাটে৷ কিন্তু সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে রোহিতের দিকেই যাচ্ছে৷