গত সোমবার নয়াদিল্লিতে কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বললেন, খেলোয়াড়দের প্রাপ্য অনুদান দিতেই হবে আর এই অনুদান পেতে যদি দেরী হয় তাহলে সেই ব্রাঞ্চ অফিসারকে বরখাস্ত করতে দ্বিধা বোধ করবেন না --- বললেন রাজ্যবর্ধন সিংহ রাঠৌর৷ এছাড়া তিনি আরও বলেন কারও নামে অভিযোগ করার আগে তার সত্যতা যাচাই করে যেন অভিযোগ করা হয়৷ তিনি সাম্প্রতিক একটি ঘটনার দরুণ এই উক্তি করেছেন তার বুঝতে একটু ভুল হচ্ছিল আর তিনি একজন অফিসারকে বরখাস্ত করতে যাবেন কিন্তু তারমধ্যেই তার ভূল ভেঙ্গে যাওয়াতে তিনি সেই ভুলটি আর করেননি৷ কারণ তিনি জানতে পারেন যে অভিযোগকারীর অনুদানটি এক বছর আগে মঞ্জুর হয়ে গিয়েছিল৷ গত রবিবার নয়াদিল্লীর কমনওয়েলথ সর্ম্বধনা সভায় তারাদের হাট বসেছিল৷ এখানে উপস্থিত ছিলেন, সাইনা নেওয়াল, পিভি. সিন্ধু , মেরি কম, সুশীল কুমার, নীরজ কুমার, মীরাবাঈ চানু, মানু ভাকের, জিতু রাইরা৷ সফল অ্যাথলিটরা সেদিন সকালেই সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর সঙ্গে৷ সরকারী প্রতিশ্রুতি অনুযায়ী সকলকেই আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়৷ সুশীল কুমার ও মেরি কমের সম্পর্কে বক্তব্য রাখা হয়৷ বলা হয় ২০০৩ সাল থেকেই সুশীল দেশকে পদক এনে দিয়েই চলেছে৷ আর আমাদের মধ্যে সংসদ সদস্য আছেন যিনি কমনওয়েলথ পদক জিতেছেন৷ অভিনন্দনও জানানো হয় এই দুই কমনওয়েলথ চ্যাম্পিয়নদের৷
সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়