করিধ্যার পরিবেশ জনস্বাস্থ্যের প্রতিকূল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 সিউরী ঃ বীরভূম জেলার করিধ্যা পঞ্চায়েত এলাকা নরককুণ্ডে পরিণত হয়েছে বলে মনে করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ রামানন্দ চ্যাটার্জী৷ তিনি অভিযোগ করেছেন এলাকার একাধিক পুকুর সংস্কারের অভাবে মজে গেছে বলে ওই পুকুরগুলি এখন মশার আঁতুর ঘরে পরিণত হয়েছে৷ এর ফলে এলাকার মানুষ নানা ধরণের রোগের শিকার হচ্ছে৷ তাঁর আরো অভিযোগ অনেক সুকলের পরিকাঠামোগত উন্নয়ন হলেও করিধ্যা পঞ্চায়েত এলাকার বিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়ন তেমন হয়নি৷ চ্যাটার্জীবাবু জানান ওই বিষয়ে পঞ্চায়েত প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷