সংবাদদাতা
পি.এন.এ.
সময়
কর্ণাটকে অবিজেপি জোট সরকার হয়েছে৷ গত ২৩ শে মে মুখ্যমন্ত্রী এইচ.ডি কুমারস্বামীর নেতৃত্বে জেডিএস কংগ্রেস জোট সরকার শপথ নিয়েছে৷ কিন্তু কংগ্রেসের বহু বিধায়ক তাদের মনোমত দফতর না পাওয়ায় বিদ্রোহী হয়ে উঠেছে৷ ফলে কংগ্রেসের কোটায় থাকা দফতরগুলিতে এখনও সম্পূর্ণ নিয়োগ করা যাচ্ছে না৷ কংগ্রেসের বিধায়করা কেউ উপমুখ্যমন্ত্রী, কেউ অর্থমন্ত্রী, কেউ পরিবহনমন্ত্রী, কেউ আবার প্রদেশ কংগ্রেসের সভাপতি পদের জন্যে দারুণভাবে লালায়িত৷ ওইসব পদ নাহলে চলবে না! এমন হুমকি দিচ্ছেন৷ এদিকে বিরোধী দলনেতা (বিজেপি) এস ইয়েদুরাপ্পা দাবী করছেন, কংগ্রেস-জেডিএস-এর বহু বিক্ষুদ্ধ বিধায়ক বিজেপিতে যোগ দিতে উৎসুক৷
পদলোভী বিধায়কদের এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোথায় ঠেকে তা দেখবার জন্যে রাজনীতিক মহল উৎসুক৷