কর্ষক আন্দোলন

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

মহারাষ্ট্রে  প্রায় ৩৫ হাজার  কর্ষক ঋণমুকুব, ফসলের ন্যায্য দাম, আদিবাসীদের জমি ফিরিয়ে দেওয়া, বনাঞ্চলের অধিকার প্রভৃতি দাবীর ভিত্তিতে  নাসিক থেকে ৬দিন একটানা মিছিল করে হেঁটে ১২ই মার্চ মুম্বাই শহরে  এসে পৌঁছে৷ এখানে  সকাল  থেকে বিকেল পর্যন্ত বিধানসভা ঘেরাও করে৷ ক্ষুব্ধ কর্ষকসমাজের  সামনে  মহারাষ্ট্রের দেবেন্দ্র  ফড়নাবীশ সরকার মাথা নোয়াতে বাধ্য হয়৷ আন্দোলনকারী কর্ষকরা প্রায় ১৮০ কি.মি. পদযাত্রা করে৷ শেষ পর্যন্ত সরকার তাদের প্রায় সমস্ত দাবীই মেনে নিতে প্রস্তুত বলে ঘোষণা করার পর কর্ষকরা বিধানসভা ঘেরাও তুলে নেয়৷