কৃষ্ণনগরে প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা ২০১৮

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২রা সেপ্ঢেম্বর রবিবার রেণেশাঁ আর্টিষ্টস্ এ্যাণ্ড রাইটার্স এ্যাশোসিয়েশন কৃষ্ণনগর শাখা সকাল ১০টা থেকে ১০৫ জন বিভিন্ন বিভাগের প্রতিযোগীদের নিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে নদীয়া জেলার কৃষ্ণনগরে---কৃষ্ণনগর হাইস্কুলে বিশ্ববন্দিত মাহান দার্শনিক ও কালজয়ী সঙ্গীতগুরু শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীতের ৩৬ বছর পূর্ত্তি উপলক্ষ্যে প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য ও অঙ্কণের প্রাক্ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হ’ল৷ এই প্রতিযোগিতায় অর্গানাইজার ছিলেন শ্রী আনন্দ মণ্ডল, অনুময় বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস, গোরাচাঁদ দত্ত, বৃন্দাবন বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, গৌরাঙ্গ মল্লিক সহ ভুক্তিকমিটির সদস্যবৃন্দ৷

একটি উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববন্দিত মহান দার্শনিক ও কালজয়ী সঙ্গীতগুরু শ্রীপ্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে বিশিষ্ট অতিথিবৃন্দ---জেলা রাওয়া সচিব ডাঃ নিখিল চন্দ্র দাস, কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য বিশ্বেশ্বরানন্দ অবধূত, ভুক্তিপ্রধান অনিল চন্দ্র বিশ্বাস, বিশিষ্ট প্রবীণ আনন্দমার্গী শ্রী জয়দেব ভট্টাচার্য মাল্যদান করেন ও অতিথিবৃন্দ আনন্দমার্গের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার পরই প্রতিযোগিতা শুরু হয়৷ প্রতিযোগিতা শেষে উপস্থিত সদস্যবৃন্দ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন৷