গত ২রা সেপ্ঢেম্বর রবিবার রেণেশাঁ আর্টিষ্টস্ এ্যাণ্ড রাইটার্স এ্যাশোসিয়েশন কৃষ্ণনগর শাখা সকাল ১০টা থেকে ১০৫ জন বিভিন্ন বিভাগের প্রতিযোগীদের নিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে নদীয়া জেলার কৃষ্ণনগরে---কৃষ্ণনগর হাইস্কুলে বিশ্ববন্দিত মাহান দার্শনিক ও কালজয়ী সঙ্গীতগুরু শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীতের ৩৬ বছর পূর্ত্তি উপলক্ষ্যে প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য ও অঙ্কণের প্রাক্ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হ’ল৷ এই প্রতিযোগিতায় অর্গানাইজার ছিলেন শ্রী আনন্দ মণ্ডল, অনুময় বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস, গোরাচাঁদ দত্ত, বৃন্দাবন বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, গৌরাঙ্গ মল্লিক সহ ভুক্তিকমিটির সদস্যবৃন্দ৷
একটি উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববন্দিত মহান দার্শনিক ও কালজয়ী সঙ্গীতগুরু শ্রীপ্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে বিশিষ্ট অতিথিবৃন্দ---জেলা রাওয়া সচিব ডাঃ নিখিল চন্দ্র দাস, কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য বিশ্বেশ্বরানন্দ অবধূত, ভুক্তিপ্রধান অনিল চন্দ্র বিশ্বাস, বিশিষ্ট প্রবীণ আনন্দমার্গী শ্রী জয়দেব ভট্টাচার্য মাল্যদান করেন ও অতিথিবৃন্দ আনন্দমার্গের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার পরই প্রতিযোগিতা শুরু হয়৷ প্রতিযোগিতা শেষে উপস্থিত সদস্যবৃন্দ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন৷