কুলবণি আনন্দমার্গ স্কুলে বার্ষিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৪ ই নভেম্বর কুলবণি আনন্দমার্গ স্কুলের বার্ষিক সংস্কৃতিক অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সচিব আচার্যকাশীশ্বরানন্দ অবধূত প্রধান অতিথি ও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনন্দমার্গ মহিলা বিভাগের প্রধান সচিব অবধূতিকা আনন্দ বিশোকা আচার্যা ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভুক্তিপ্রধান শ্রীভবানীশংকর ঘোষ মহাশয়৷ অনুষ্ঠানে বিদ্যালয়ের ছোট ছোট ছেলেমেয়েরা নৃত্য, গীত আবৃত্তি ও ছড়া পরিবেশন করেন৷ বিদ্যালয়ের ছেলেমেয়েরা ‘সবুজ দ্বীপের বাঁশী, নৃত্যনাট্য, পরিবেশন করে দর্শকদের বিশেষভাবে মুগ্দ করে৷ বিদ্যালয়ের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা আনন্দমার্গের নব্যমানবতাবাদ ভিত্তিক শিক্ষা  সম্পর্কে মনোজ্ঞ বক্তব্য রাখেন৷ স্থানীয় জনসাধারণ বিদ্যালয়ের পঠন-পাঠন ও  সংস্কৃতিক চর্চার ভূয়সী প্রশংসা করেন৷  এই উপলক্ষ্যে দরিদ্র মানুষের মধ্যে  কম্বল বিতরণ করা  হয়৷