সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২৩ শে জুলাই বীরভূম জেলার খেড়ুয়া (সাঁইহিয়া) আনন্দমার্গ স্কুলে সকাল ৯টা থেকে ১২টা অখন্ড কীর্ত্তনের অনুষ্ঠান হয়৷ এই অখন্ড কীর্ত্তনে শিউরী, সাঁইহিয়া, খেড়ুয়া, মোল্লারপুর ও রামপুরহাট থেকে মার্গীভাইরা এই কীর্ত্তনে যোগদান করেন৷ কীর্ত্তন শেষে আচার্য সৌম্যসুন্দরানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ তন্ময়া আচার্র্য, অবধূতিকা আনন্দপ্রজ্ঞা আচার্যা প্রমুখ আনন্দমার্গের আধ্যাত্মিক দর্শন, সাধনা ও ভক্তিতত্ত্বের ওপর মনোজ্ঞ বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে কীর্ত্তন ও প্রভাত সঙ্গীত পরিবেশন করেন মানবেন্দ্র ঘোষাল, মলিন গড়াই, শ্রাবণী দত্ত, প্রমুখ৷
অনুষ্ঠানটির আয়োজক ছিলেন হৃদয় চন্দ্র বাগদি৷ অনুষ্ঠানটি সঞ্চালন করেন মানবেন্দ্র ঘোষাল৷ সবশেষে উপস্থিত ভক্তমন্ডলীর মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷