খেলা শেষে

লেখক
জ্যোতিবিকাশ সিন্হা

এত করে’ ডাকি তোমায়

তবু ধরা নাহি দাও

কাছে এসে একটু হেসে

আবার দূরে চলে যাও৷

এখানে ওখানে শুধু তোমায়

খুঁজি আমি বারে বারে

কিছুতেই নাহি পাই

বিশ্ব চরাচরে৷

আর কতদিন এমন করে’

ফাঁকি দিয়ে রইবে সরে’

খেলবে লুকোচুরি আমার সাথে৷

দিনের শেষে সন্ধ্যা আসে

পল গুণছি তোমারই আশে

ভক্তি-কুসুম মালা গেঁথে৷

জানি, সবই তোমার অশেষ লীলা

অণু-ভূমায় সারা বেলা,

তোমার কৃপায় আমার সময় এলে

সংস্কারের যত কালি ধুয়ে

নেবেই তোমার মধুময় কোলে তুলে

ভবের খেলাশেষে তোমাতেই যাব হারিয়ে৷৷